শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ফুটবল খেলোয়াড়দের “Performance Award May 2022” অনুষ্ঠান
অদ্য ২৮-৫-২০২২ ইং তারিখ শনিবার দুপুর ০৩:০০ টায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ফুটবল খেলোয়াড়দের “Performance Award May 2022” ক্লাবের অফিস ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাবের মাননীয় চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর স্যারের অনুপস্থিতিতে ক্লাবের সন্মানিত পরিচালক অর্থ জনাব মোহাম্মাদ ফখরুদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক ক্রীড়া আলহাজ্ব সালেহ্ জামান সেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সহ সভাপতি এবং বসুন্ধরা কিংস এর প্রেসিডেন্ট জনাব মোঃ ইমরুল হাসান এবং সম্মানিত পরিচালকবৃন্দ সহ ফুটবল টিম ম্যানেজার, হেড কোচ ও ফুটবল খেলোয়াড়বৃন্দ।