আজমপুরকে হারিয়ে জয়ে ফিরল শেখ রাসেল

প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ বসুন্ধরা কিংস এরেনায় আজ আজমপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেছেন চার্লস দিদিয়ের।

সাত ম্যাচে তিন করে জয় ও হার এবং একটি ড্র’তে দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র’য়ের পর বসুন্ধরা কিংসের কাছে ৩-১ গোলে হেরেছিল শেখ রাসেল।

ঘরের মাঠে তলানিতে থাকা আজমপুরের বিপক্ষে শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে রাসেল। যদিও প্রথমার্ধে তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ১৯তম মিনিটে প্রথম সুযোগ আসে শেখ রাসেলের সামনে কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। মাপুকুর বাড়িয়ে দেওয়া বলে গোল মুখ থেকে ইব্রাহিমের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

সময় বাড়ার সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় আজমপুর। তাতে দুটি দারুণ সুযোগ তৈরি করে দলটি। কিন্তু রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলামের দৃঢ়তায় গোল হজম থেকে বেঁচে যায় জুলফিকার মাহমুদের দল। ৩০তম মিনিটে ডান দিক থেকে অনেকটা পথ দৌড়ে গিয়ে সতীর্থের উদ্দেশ্যে সারোয়ার জাহান নিপুর বাড়ানো পাস রাসেলের আবিদ আহমেদের পায়ে লেগে পোস্টের দিকে যাচ্ছিল কিন্তু ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক আশরাফুল ইসলাম। প্রথমার্ধে শেষ মুহূর্তে রাসেল রক্ষণে আরেকবার কাঁপন ধরায় আজমপুর। বক্সের বাইরে থেকে সারোয়ার জাহান নিপুর গতির শটে দক্ষতার সহিত আটকে দেন আশরাফুল ইসলাম।

মধ্যবিরতি থেকে ফিরেই এগিয়ে যায় শেখ রাসেল। ৫৫তম মিনিটে সফল স্পট কিকে রাসেলকে লিড এনে দেন চার্লস দিদিয়ের। এর আগে বক্সের ভেতর তিমুর তালিপোভের হেড রায়হান আহমেদের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি জসিম আক্তার। পেনাল্টির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ায় আজমপুরের খেলোয়াড়রা। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার রায়হান আহমেদ।

৫৮তম মিনিটে তিমুর তালিপোভের ফ্রিকিক ক্রসবারে লেগে বাইরে চলে যায়। তাতে ব্যবধান বাড়ানো হয়নি রাসেলের। ৬০তম মিনিটে ম্যাচে ফেরার সেরা সুযোগ নষ্ট করে আজমপুরের নাইম উদ্দিন। রাসেলের অর্ধে ডিফেন্ডার শওকত রাসেলের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের দিকে ছুটতে থাকেন নাইম, পোস্ট ছেড়ে বের হয়ে এসে বল ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন আশরাফুল ইসলাম। তাতে ফাঁকা হয়ে যায় পোস্ট, কিন্তু বক্সের বাইরে থেকে নাইমের নেওয়া শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।

৬৬তম মিনিটে সুযোগ নষ্ট করেন বদলি নামা নিহাত জামান উচ্ছ্বাস। জামাল ভুঁইয়ার থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাইরের জাল কাঁপান তিনি। বাকি সময়ে রক্ষণ আগলে রেখে জয় নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র।

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.