মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন সায়েম সোবহান আনভীর

২২তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বাংলাদেশে মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-আইসিসিআর-এর সত্যজিত রায় অডিটোরিয়ামে সায়েম সোবহান আনভীরসহ সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য কলকাতার একাধিক বিশিষ্টজনকে এই সম্মাননা দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। পুরস্কার হিসেবে সায়েম সোবহান আনভীরের হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদার তেরেসার ছবিসহ একটি স্মারক এবং উত্তরীয়। এর আগে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব বিরল এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্টরা। এছাড়া বাংলাদেশের বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সামাজিক উন্নয়নে অবদানের জন্য ২০১৬ সালে ৬ সেপ্টেম্বর এই সম্মাননা গ্রহণ করেছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেবার কলকাতার মহাজাতি সদনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দিয়েছিলেন সাবেক মিজোরামের মুখ্যমন্ত্রী লালথান হাওলা।

উল্লেখ্য, বর্তমানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি মিডিয়া হাউজ দেশের মিডিয়া জগতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এগুলো হলো- দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল এবং টি স্পোর্টস।

Source: boishakhionline

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.