শেখ রাসেলকে হারিয়ে দিলো মুক্তিযোদ্ধা

ঘরোয়া ফুটবলে অন্যতম শক্তিধর দল শেখ রাসেল ক্রীড়া চক্র। বরাবরের মতো এবারও তারা ভালো মানের দল গড়েছে। পয়েন্ট টেবিলে সেরা ৫-এর মধ্যে থেকেই প্রিমিয়ার লীগের প্রথম পর্ব শেষ করেছে তারা। তবে প্রথম পর্বের শেষটা ভালো হয়নি অলব্লুদের। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে তারা ১-০ গোলে হেরেছে অপেক্ষাকৃত দুর্বল দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। একই দিনে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী।
কাগজে কলমে মুক্তিযোদ্ধা থেকে অনেক এগিয়ে শেখ রাসেল। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, আশরাফুল ইসলাম রানা, ইয়াসিন খান, হেমন্তের মতো তারকা খেলোয়াড় আছেন দলটিতে। স্বাভাবিকভাবেই গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে শুরু থেকে আধিপত্যটা রাসেলেরই থাকার কথা ছিল। তবে নিজেদের হোম ভেন্যুতে রাসেলের বিপক্ষেই দাপুটে ফুটবল উপহার দিয়েছে মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে একাধিক সুযোগও সৃষ্টি করে দলটি।

ম্যাচের ৯ মিনিটে বা প্রান্ত থেকে সোমার বাড়িয়ে দেয়া বল পেয়ে ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন আমিনুর রহমান সজীব। তবে বক্সে বল বুরুন্দির ফরোয়ার্ড সুলেমান লন্ড্রির কাছে পৌঁছানোর আগেই হেডে ক্লিয়ার করেন রাসেলের ডিফেন্ডার তিমুর তালিপপ। ১২ মিনিটে দারুণ একটা লং বল পাঠিয়েছিলেন তিমুর। বল পেয়ে বক্সের মাথা থেকে শট নিয়েছিলেন মিডফিল্ডার ইব্রাহিম। কিন্তু বল খুঁজে পায়নি মুক্তির জাল। ১৮ মিনিটে ডান প্রান্ত থেকে মুনিরের ক্রস বক্সে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি চার্লস দিদিয়ের। ২৬তম মিনিটে  নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে মুক্তিযোদ্ধা। সতীর্থের পাসে বল পেয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন আবুবকর। তবে ফিনিশিং করতে না পারায় গোল পাননি। ৩১ মিনিটে  সোনালী সুযোগ হারায় রাসেলও। পোস্ট ছেড়ে সামনে এগিয়ে এসেছিলেন মুক্তির গোলরক্ষক। বক্সের বা প্রান্তে বল পায়ে রেখেও পোস্ট লক্ষ্য করে শট নেননি রাসেলের জুনিয়র মাপুকো। বল বাড়িয়ে দেন ডান প্রান্তে থাকা ইব্রাহিমকে। কিন্ত ডান পায়ে তিনি যে শট নেন তা ফিরিয়ে দেন গোলরক্ষক শ্রাবণ। ৪০ মিনিটে বা প্রান্ত থেকে সোমার পাস ডান প্রান্তে রিসিভ করেন সজীব। তবে তার জোড়ালো শট ফিরিয়ে দেন রাসেলের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ৬২ মিনিটে ডান প্রান্ত থেকে নাজিম জুনিয়রের ফ্রি কিক বক্সে পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন আমিনুর রহমান সজীব (১-০)। ৭১ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন রাসেলের ইব্রাহিম। তবুও ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেখ রাসেল।
অন্যদিকে ময়মনসিংহে হোম ম্যাচে পুলিশ ফুটবল ক্লাব ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন পুলিশের কিরগিজ ডিফেন্ডার আলমাসবেক মালিকভ (১-০)। তবে প্রথমার্ধেই ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। ৪৩ মিনিটে আগবানীর যোগান দেয়া বল পুলিশের জালে পাঠিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অজকো ডেভিড (১-১)। এই দুই ম্যাচ দিয়েই শেষ হলো প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্ব। প্রথম লেগ শেষে ৩০ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ঢাকা আবাহনী। পুলিশ তিন (১৬ পয়েন্ট) শেখ রাসেল চার (১৪ পয়েন্ট), শেখ জামাল পাঁচ (১৪ পয়েন্ট),  মোহামেডান ছয় (১২ পয়েন্ট) ফর্টিস সাত (১২ পয়েন্ট) মুক্তিযোদ্ধা আট (১০ পয়েন্ট) রহমতগঞ্জ নয় ( ৯ পয়েন্ট), চট্টগ্রাম আবাহনী দশ (৮ পয়েন্ট) ও এফসি উত্তরা (২ পয়েন্ট) আছে একেবারে তলানিতে।

Source: mzamin

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.