‘বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ ২০২২’ এর রানার্স-আপ শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ ২০২২’ এর খেলাসমূহ গত ১৩ নভেম্বর ২০২২ তারিখ হতে শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম- কুমিল্লা, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম- গোপালগঞ্জ ও বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম- মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতার ফাইনাল খেলা অদ্য ৫ ডিসেম্বর ২০২২ তারিখ রোজ সোমবার দুপুর ১:০০ ঘটিকায় বসুন্ধরা কিংস বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ এর মধ্যে শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম- কুমিল্লায় অনুষ্ঠিত হয় এবং ফাইনাল খেলায় বসুন্ধরা কিংস ২(৪) – ২(২) গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ কে পরাজিত করে। খেলা শেষে বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন ট্রফি, চেক বোর্ড ও মেডেল এবং শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ’কে রানার্স-আপ ট্রফি, চেক বোর্ড ও মেডেল প্রদান করা হয়।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরফানুল হক রিফাত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ আতাউর রহমান ভুইয়া (মানিক), কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান, বিপিএম (বার), বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, বাফুফে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন ওয়ার্কিং উপ-কমিটির সদস্য আলহাজ্ব সালেহ জামান সেলিম, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বাদল খন্দকার।
এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বসুন্ধরা কিংস দলের রাকিব হোসেন, জার্সি নং-২০ কে ক্রেস্ট, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বসুন্ধরা কিংস দলের Mr. Gomes Nascimento Dorielton, জার্সি নং-৯ কে ক্রেস্ট, প্রতিযোগিতার ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে বসুন্ধরা কিংস দলের আনিসুর রহমান, জার্সি নং-১ কে ক্রেস্ট প্রদান এবং ফেয়ার প্লে দল হিসেবে আবাহনী লিমিটেড ঢাকা’কে ট্রফি প্রদান করা হয়।

Source: BFF

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.