জয় দিয়ে লিগ শেষ করল শেখ রাসেল

এবারের লিগে আগেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে লিগের অন্য ম্যাচগুলো ছিল পয়েন্ট এবং অবস্থানের লড়াই। মৌসুমে শেষ ম্যাচে জয় দিয়ে লিগ শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে হেরেই আগে রেলিগেটেড হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফলে আজকের ম্যাচটি মুক্তিযোদ্ধার জন্য হয়ে দাঁড়ালো দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের শেষ ম্যাচ। কারণ পরের মৌসুমে দলটিকে খেলতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল)।
শনিবার (২২ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়েছে কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। এ জয়ে এবারের লিগে ২০ ম্যাচে ৮ জয়, ৬ ড্র ও ৬ হারে শেখ রাসেল সংগ্রহ ৩০ পয়েন্ট। এবার লিগে দলটি পাঁচে থেকে শেষ করল। অন্যদিকে এই হারে সমানসংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৫। দলটি নেমে গেলো রেলিগেশনে।

আজকের ম্যাচে প্রথামর্ধে উত্তাপ ছড়ানো ম্যাচ দ্বিতীয়ার্ধে রং বদলালো। মাচের চার গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ৪ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল (১-০)। জামাল ভূঁইয়ার বাড়ানো বল পান ইব্রাহিম। তার ক্রসে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুুকু।

খেলার ৬ মিনিটে ইব্রাহিমের ক্রসে দারুণ এক সুযোগ পেয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে অফসাইডের ফাঁদে পরে সুযোগ হাতছাড়া হয় তার। খেলার ৯ মিনিটে আবারো এগিয়ে যায় শেখ রাসেল (২-০)। গোল করেন ইব্রাহিম। কেনেথ ইকেচুকুর কাটব্যাক থেকে পা ছুইয়ে দিয়ে গোল ব্যাবধান দ্বিগুন করেন বাংলাদেশি এই ফরোয়ার্ড।

খেলার ৩০ মিনিটে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা (২-১)। গোল করেন নাইজেরিয়ান ইমানুয়েল ওজবুক। ফাহিমের বাড়ানো বল থেকে শট নেন জাপানি খেলোয়াড় সোমা উতানি। শেখ রাসেলের গোলরক্ষক সেই আক্রমন ঠেকিয়ে দিলেও ফিরতে বলে গোল করেন ইমানুয়েল। এরপর আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা।

খেলার ৩৮ মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরায় সোলেমা লেন্ড্রি (২-২)। তিনি বক্সের ভেতর চার ফুটবলারকে ফাঁকি দিয়ে দলকে সমতায় ফেরান। ২-২ গোলের সমতা নিয়েই বিরতীতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে গোলের দেখা পায় শেখ রাসেল। খেলার ৭৮ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার দিপক রায়। তাতেই শেখ রাসেলের স্কোরলাইন হয় (৩-২)। বাকি সময়ে দুই দলে গোলের জন্য চেষ্টা করেছেন। কিন্তু কোনো দলই গোল করতে পারেননি। ফলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। সেই সঙ্গে জয় দিয়ে এবারের মৌসুম শেষ করল দলটি।

Source: ডেইলি-বাংলাদেশ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.