টানা দ্বিতীয় ড্র শেখ রাসেলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ ড্র করল শেখ রাসেল ক্রীড়া চক্র। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। সানডে চিজোবার গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ কিন্তু পরের মিনিটেই রাসেলকে সমতায় ফেরান মোহাম্মদ জুয়েল। দশ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দশম অবস্থানে উঠে এল শেখ রাসেল।

সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বসুন্ধরা কিংস।

কিংস অ্যারেনায় গোটা ম্যাচেই দু’দল সমান তালে লড়েছে। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলই পারেনি জয়সূচক গোল করতে। রহমতগঞ্জ বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও পারেনি গোল করতে। সুযোগ পেয়েছিল শেখ রাসেলও কিন্তু ফরোয়ার্ডদের সমন্বয়হীনতার পায়নি গোলের দেখা। সাইফুল বারি টিটুকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ মিন্টুর অধীনে টানা দুই ম্যাচেই ড্র করলো শেখ রাসেল।

আগের ম্যাচে পুলিশের সঙ্গে ড্র করার পর হোম ম্যাচে আজ তিন বিদেশি ছাড়া মাঠে নেমে রক্ষণের ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে শেখ রাসেল। চতুর্থ মিনিটে ওয়ালি ফয়সালের ক্রস বক্সের ভেতরে আকমাতোভ ক্লিয়ার করতে না পারলে সানডে চিজোবা সহজেই জাল খুঁজে নেন। গোলরক্ষক আশরাফুল রানা এগিয়ে এসেও আটকাতে পারেনি। এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে সমতায় ফিরতে এক মিনিটের বেশি সময় নেয়নি রাসেল। পঞ্চম মিনিটে জুয়েলের গোল স্বস্তি ফেরে রাসেল ডাগ আউটে। রহমত মিয়ার লম্বা থ্রো বাবলুর মাথা ছুঁয়ে জুয়েলের পায়ে পড়লে কোনও ভুল করেনি এই তরুণ ফুটবলার। চলতি লিগে এটি তার তৃতীয় গোল।

১১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে রহমতগঞ্জ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফিলিপ আদজাহ। বল মারেন ক্রসবারের উপর দিয়ে। ৬৭ মিনিটে সানডে চিজোবার নিচু করে নেওয়া গতির শট বাঁ দিকে ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আশরাফুল। ৭০ মিনিটে বক্সের ভেতরে বলের দখল নিতে গিয়ে মান্নাফ রাব্বিকে শরীরের স্পর্শে ফেলে দেন ওয়ালি ফয়সাল তবে রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।

৭৮ মিনিটে সুযোগ নষ্ট করেন মোহাম্মদ জুয়েল। রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে বক্সে ঢুকে পড়েন জুয়েল, পোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন গোলরক্ষক জিয়া কিন্তু জুয়েলের বাম পায়ের শট বাইরের জাল কাঁপায়। বাকি সময়ে আর কোনও দল গোল করতে না পারলে সমতা নিয়ে মাঠে দুই দল। দিনের অন্য ম্যাচে মোহামেডানের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি।  দশ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোহামেডান এবং সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ পুলিশ।

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.