রহমতগঞ্জের সঙ্গে ড্র করল শেখ রাসেল

সুযোগ নষ্টের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুলফিকার মাহমুদের দল। তাতে তিন নাম্বারে উঠে আসার সুযোগ নষ্ট করেছে দলটি। ৯ ম্যাচে চার জয়, দুই ড্র ও তিন হারে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করে শেখ রাসেল। রহমতগঞ্জের রক্ষণে বার বার হানা দিয়েছে জামাল ভুঁইয়ারা। ১১তম মিনিটে প্রথমবার ভালো সুযোগ তৈরি করে শেখ রাসেল। ইব্রাহিমের পাস ধরে বক্সে ঢুকে পড়া এমফন উদোর গতির শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ২৪তম মিনিটে এমফনের ফ্রিকিকে ইয়াসিন খানের হেড দুরের পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।

অবশেষে ২৯তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। নিজেদের অর্ধ থেকে তিমুর তালিপোভের লম্বা পাস দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান এমপিয়া মাপুকু। ৪০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন চার্লস দিদিয়ের। শুকুরবেকের ভুল পাস পেয়ে ইব্রাহিমের সঙ্গে বল দেয়া নেয়া করে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। সোজা তুলে দেন গোলরক্ষকের হাতে।

৪৩তম মিনিটে প্রতি আক্রমণে ওঠে রহমতগঞ্জ। বক্সের বাইরে থেকে ভ্যালেন্সিয়ার নেয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আশরাফুল ইসলাম। এই কর্নার থেকেই ব্যবধান কমায় রহমতগঞ্জ। কর্নারে উড়ে আসা বলে হেড করে বল জালে পাঠান৷ শুকুরবেক খোলমাতোভ।

মধ্য বিরতি থেকে ফিরে একবার বল জালে পাঠিয়েছিলেন মাপুকু কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। ৫৫তম মিনিটে গোললাইন ক্লিয়ারেন্সে শেখ রাসেলকে রক্ষা করেন মনির আলম। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া এনামুল ইসলামের গতির শট গোললাইন থেকে ফেরান মনির। শেষ দিকে সুযোগ তৈরি করেও জয়সূচক গোলের দেখা পায়নি শেখ রাসেল।

মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। কুমিল্লায় রোমাঞ্চকর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। চলতি লিগে দ্বিতীয় জয় পেল ফর্টিস।

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.