শেখ রাসেলের নতুন কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি

২০২১-২০২২ মৌসুমেও সাইফুল বারী টিটুর অধীনে শেখ রাসেলের ক্রীড়া চক্রের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন জুলফিকার মাহমুদ মিন্টু। পরে টিটু বরখাস্ত হলে ক্লাবের হেড কোচের দায়িত্ব পান সাবেক এই জাতীয় ফুটবলার।

বর্তমানে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ দলের দায়িত্বে আছেন তিনি। যে কারণে তার বদলে নতুন বিদেশী কোচ নিয়োগ দিচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এক বছরের জন্য নর্থ মেসিডোনিয়ান কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কির সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।

মাঠের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় গত বছরের মার্চে প্রধান কোচ টিটুকে বরখাস্ত করে শেখ রাসেল। এরপর হেড কোচের দায়িত্বে আসেন সহকারী হিসেবে থাকা জুলফিকার মাহমুদ মিন্টু। তার অধীনে বদলে যায় মাঠের চিত্র। এবারের মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে দলটি। এরপর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল নতুন মৌসুমে নতুন ভাবে সামনে আসবে তারা। তারই ধারাবাহিকতায় বিদেশী কোচ নিয়োগ দিয়েছে রাসেল।

সৌদি আরবের প্রথম বিভাগের ক্লাব আল ওরোবার সহকারি কোচের দায়িত্বে ছিলেন ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি। এর আগে কুয়েতের ক্লাব আল আরাবি এসসি’রও দায়িত্বে ছিলেন তিনি। আগামী মৌসুমে বাংলাদেশের ক্লাব শেখ রাসেলের ডাগ আউটে দেখা যাবে তাকে।

শেখ রাসেলের ডিরেক্টর অব ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন বলেন, ‘আমরা নতুন মৌসুমে আরও শক্তিশালী ভাবে মাঠে আসতে চাই। ইয়োগোস্লাভের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তার সব পেপারস রেডি করা হচ্ছে। ভিসা পেলে সে দেশে আসবে। ’

নতুন মৌসুমের জন্য সব ক্লাবের সঙ্গে পাল্লা দিয়েই দল গোছানোর কাজ করছে শেখ রাসেল। নতুন কোচ আসলে তার মতামতের উপর ভিত্তি করে আসতে পারে আরও কিছু পরিবর্তনও।

Source: banglanews24

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.