ফেডারেশন কাপ : স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি কিংস-রাসেল

চলতি মৌসুমে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেডারেশন কাপের স্থান নির্ধারণী ম্যাচে আজ কিংস অ্যারেনায় লড়বে এই দুই দল। এর আগের দুই দেখায় দুটিতেই জিতেছে বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপের ফাইনালে টাইব্রেকারে রাসেলকে হারিয়ে শিরোপা উৎসব করে অস্কার ব্রুজোনের দল।

আর লিগের প্রথম পর্বে ৩-১ গোলের জয় পায় চ্যাম্পিয়নরা।
ফেডারেশন কাপ থেকে বিদায় নিলেও লিগ শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে বসুন্ধরা কিংস। আজকের ম্যাচের পর আগামী শুক্রবার এই মাঠেই লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে খেলবে রোবিনহো-দরিয়েলতনরা। ওই ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কিংসের।

ফলে অনন্য এক কীর্তি গড়বে ক্লাবটি।
বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে টানা চারটি লিগ জয়ের রেকর্ড নিজেদের করে নেবে কিংস। রাসেলের বিপক্ষে তাই সতর্ক অস্কার ব্রুজোন, ‘আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রাসেল শক্তিশালী দল।

তাদের বিপক্ষে দুটি ম্যাচই জিততে চাই।’

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.