শেখ রাসেল-আবাহনীর পয়েন্ট ভাগাভাগি

রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-২ গোলে ড্র করেছে তারা। ৫ ম্যাচে দুই জয়, এক ড্র ও দুই হারে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।

ঘরের মাঠে প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি শেখ রাসেল। ৩৭ মিনিটে সুযোগ নষ্ট করেন এমরন উদো। চার্লস দিদিয়ের ক্রসে উদোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিটে বাদেই সুযোগ নষ্ট করেন আবাহনীর মেহেদি হাসান রয়েল। বক্সের ভেতর থেকে তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

৫৪ মিনিটে ড্যানিয়েল কলিন্দ্রেসের বাইসাইকেল শটের প্রচেষ্টা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৫৯ মিনিটে রাসেলকে গোল হজম থেকে রক্ষা করেন তিমির তালিপোভ। পিটার নুরাহর কাটব্যাকে গোলমুখে শট নেন কলিন্দ্রেস, কিন্তু তা তালিপোভের পায়ে লেগে দিক পালটে বাইরে চলে যায়। পরের মিনিটেই অবশ্য এগিয়ে যায় আবাহনী। কলিন্দ্রেসের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন রাফায়েল অগাস্তো।

পিছিয়ে পড়া শেখ রাসেল আক্রমণে আরো মনোযোগী হয়। তাতে মেলে ফল। ৬৬ মিনিটে সমতা ফেরান এমপিয়া মাপুকু। চার্লস দিদিয়েরের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে বাম পায়ের মাপা শটে বল জালে পাঠান মাপুকু। ৬৯ মিনিটে ইব্রাহিমকে বক্সের মধ্যে ফেলে দেন আলমগির মোল্লা। শেখ রাসেলের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি জসিম আক্তার।

৮৪ মিনিটে আবারো এগিয়ে যায় আবাহনী। পিটার নুরাহর ক্রস গোলরক্ষক আশরাফুল ইসলামের হাতে ছুঁয়ে চলে যায় দূরের পোস্টে, সেখান থেকে হেডে গোল করেন এলিটা কিংসলে। কিন্তু তখনো হাল ছাড়েনি শেখ রাসেল। ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে ওঠে।  ৯৩ মিনিটে পেয়ে যায় সমতাসূচক গোলও। জামাল ভুঁইয়ার থ্রু পাস বক্সের ভেতর পেয়ে বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান এমফন উদোহ।

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.