মোহামেডানকে হারিয়ে শেখ রাসেলের দারুণ জয়

প্রিমিয়ার লিগে এক ম্যাচ পরেই জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদের দল। শেখ রাসেলের হয়ে গোল করেছেন এমফন উদো ও কেনেথ ইকেচুকু। মোহামেডানের হয়ে ব্যবধান কমান সানডে এমানুয়েল। দারুণ এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে উঠে এসেছে দলটি। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে সাদা-কালোরা।

শুরুর ৪৫ মিনিটে একাধিক সুযোগ নষ্ট করে শেখ রাসেল। তাই এই অর্ধে গোলের দেখা পায়নি। ২২ মিনিটে এমফন উদো সুযোগ নষ্ট করেন। বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শট সাইডপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৩০ মিনিটে আবারও সুযোগ তৈরি করেন উদো। কিন্তু ছয় গজ বক্সের ভেতর থেকে দারুণ ভাবে বল ক্লিয়ার করে দেন ডিফেন্ডার মেহেদি মিঠু। ৩৫ মিনিটে বক্সের কোণা থেকে মোহাম্মদ ইব্রাহিমের গতির শট ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন। তাতে এগিয়ে যাওয়া হয়নি শেখ রাসেলের।

অবশেষে ৫১ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। জামাল ভুঁইয়ার বদলি নিহাত জামানের কাট ব্যাকে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন কেনেথ ইকেচুকু। তবে ৬৭ মিনিটে সানডের গোলে ম্যাচে ফিরে আসে মোহামেডান। কিন্তু ৭৮ মিনিটে এমফনের গোলে জয় নিশ্চিত হয় শেখ রাসেলের। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত করেছেন দশ গোল। দিনের অন্য ম্যাচে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ।

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.