ইস্ট বেঙ্গল তাঁবুতে মিলেমিশে একাকার দুই বাংলার ফুটবল সংস্কৃতি

বৃহস্পতিবার সকালে ইস্ট বেঙ্গল তাঁবুতে মিলেমিশে একাকার দুই বাংলার ফুটবল সংস্কৃতি। বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান তথা বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীরকে ক্লাবের আজীবন সদস্য পদে সম্মানিত করলেন লাল-হলুদ কর্তারা। ক্লাব তাঁবুতে এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন সোবহানের স্ত্রী সাবরিনা সোবহান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহম্মদ ইমরুল হাসান, এআইএফএফের সহ-সভাপতি সুব্রত দত্ত, ক্লাব সচিব কল্যাণ মজুমদার সহ একঝাঁক প্রাক্তন ফুটবলার। শতবর্ষ পার করা ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই ভালোবাসায় আপ্লুত আনভীর। তিনি জানান, ‘আজ থেকে আমিও ইস্ট বেঙ্গল পরিবারের এক সদস্য। এই সম্মান আমায় ঋণী করেছে। ভবিষ্যতে ইস্ট বেঙ্গলের যে কোনও কাজের সঙ্গে নিজেকে জড়াতে পারলে খুশি হব। আপাতত শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য ইস্ট বেঙ্গল ক্লাবকে আহ্বান জানাচ্ছি। এই ম্যাচের যাবতীয় ব্যবস্থা আমরাই করব।’
বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ক্লাব তাঁবুতে পা রাখার পর থেকেই গুঞ্জন শুরু হয়। অনেকেই ভাবেন, আগামী মরশুমের জন্য ইনভেস্টর পেল ইস্ট বেঙ্গল। এই প্রসঙ্গে আনভীরের মন্তব্য, ‘মন্তব্য করার মতো সময় আসেনি। ইস্ট বেঙ্গলের পাশে থাকতে চাই। তবে মাথায় রাখতে হবে অন্যান্য বিষয়গুলিও।’ লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘আমাদের এক সঙ্গে চলার ভাবনাচিন্তা রয়েছে। ফুটবলের উন্নতিতে দুই বাংলা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। তবে একাধিক সংস্থা আমাদের সঙ্গে সংযুক্ত হতে চাইছে। যা অবশ্যই ইতিবাচক।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.