দারুন খেলে জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র

শেখ রাসেল মৌসুমের সেরা ম্যাচ খেলে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ের সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে তারা অষ্টমস্থানে। কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল শুরু থেকে আধিপত্য করে খেলে। শক্তিশালী চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যুতে গিয়ে তারা ৩২ মিনিটে লিড নেয় ইসমাইল আকিনাদের গোলে।

খালেকুরজ্জামানের থ্রু বলটি এই নাইজেরিয়ান চমত্কার প্লেসিং করে এগিয়ে নেন রাসেলকে। লিড নিয়েও তাদের খেলায় গতি কমেনি একটুও। আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের নেতৃত্বে দখলে রাখে মাঝমাঠ। সুবাদে আক্রমণে কোনাঠাসা করে রাখে চট্টগ্রাম আবাহনীকে। ৫০ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড রিচার্ড গাদজের শট বস্নক করে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল গিয়ে শোয়েব মিয়ার হাতে লাগলে পেনাল্টি দেয় রেফারি আনিসুর রহমান।

পেনাল্টি থেকে কিরগিজ ডিফেন্ডার আকমতোভ গোল করে রাসেলকে এগিয়ে নেন ২-০ গোলে। এরপর রাসেল ম্যাচ নিয়ন্ত্রণ করে খেলে। কিন্তু শেষ মুহুর্তে যে গোল খাওয়ার বদভ্যাস থেকে বের হতে পারেনি তারা। চট্টগ্রাম আবাহনীর বদলি সাখাওয়াত রনি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে এক গোল ফিরিয়ে দেন। এরপরও তৃতীয় জয় পেতে কোনো সমস্যা হয়নি তাদের।

Source : kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.