শঙ্কা কাটিয়ে স্বস্তির পথে শেখ রাসেল

বিগ বাজেটের দল। তারপরও মাঠের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে, শেখ রাসেল ক্রীড়া চক্র লিগের প্রথম পর্বে ছিল অবনমন অঞ্চলের কাছাকাছি। ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করে দায়িত্ব দিয়েছে সহকারী জুলফিকার মাহমুদ মিন্টুকে।

তরুণ এই কোচের অধীনে ধীরে ধীরে শেখ রাসেল শঙ্কা কাটিয়ে স্বস্তির পথে ফিরছে। সেই ধারাবাহিকতায় মোহামেডানের বিপক্ষে ড্রয়ের পর শনিবার হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল সহজেই জিতেছে ২-১ গোলে। ২-০ ব্যবধানেই জয়ের পথে ছিল ব্লুজরা। শেষ দিকে একটি গোল দিয়ে হারের ব্যবধান কমিয়েছে মারুফুল হকের দল।

৩২ মিনিটে নাইজেরিয়ান ইসমাইল আকিনাদের গোল এগিয়ে দেয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে, ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন কিরগিজস্তানের ফুটবলার আইজার আকমাতভ। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমিয়েছেন চট্টগ্রাম আবাহনীর শাখাওয়াত হোসেন।

১৩ ম্যাচে শেখ রাসেলের এটি তৃতীয় জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের অষ্টম স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২২। চট্টলার দলটি আছে ৪ নম্বরে।

Source: jagonews24

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.