মোহামেডানের সঙ্গে ড্র করল শেখ রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই শক্তিশালী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে মোহামেডানকে শুরুতেই এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। নবম মিনিটে শেখ রাসেলের দুই জন ডিফেন্ডারে ভুলে বল গিয়ে জোটে শাহরিয়ার ইমনের পায়ে। তিনি বক্সে ঢুকে আলতো ক্রসে সামনের দিকে বল এগিয়ে দেন। পেছন থেকে দৌঁড়ে এসে সেই বল জালে পাঠান দিয়াবাতে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে গোলশোধে মরিয়া শেখ রাসেল সুযোগ পায় ৬৪ মিনিটে। সুমন রেজার দুর্দান্ত পাসে বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে স্কোর করেন সেলেমানি ল্যান্দ্রি। পরের সময়টুকু গোল করার চাইতে গোল হজম না করার দিকেই মনোযোগ বেশি ছিল দুই দলের। তবে মাঝমাঠে দারুণ খেলা উপহার দিয়ে ম্যাচসেরা হন শেখ রাসেলের জাপানিজ মিডফিল্ডার কোদাই লিদা।

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ।

Source: deshrupantor

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.