শেখ রাসেলেরও হোম ভেন্যু বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স

ঘরোয়া ফুটবলের ইতিহাসে বসুন্ধরা কিংস প্রথম ক্লাব যারা নিজেদের বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে পেশাদার ফুটবল লিগ খেলতে যাচ্ছে। সেই ক্রীড়া কমপ্লেক্সকেই হোম ভেন্যু হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ক্লাবটির চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজার কোটি টাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বাংলাদেশ প্রিমিয়ারের ভেন্যু হিসেবে অভিষিক্ত হবে ৩ ফেব্রুয়ারি। বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠ বলেই তাদের প্রস্তুতির কমতি নেই। বেশ কয়েক বছর ধরেই ২০১৩ সালে ট্রেবলজয়ী শেখ রাসেলকে পৃষ্ঠপোষকতা করে আসছে বসুন্ধরা গ্রুপ। তাই নিজস্ব স্থাপনায় ক্লাবটিকে খেলার সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। যদিও প্রথমে শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্মকর্তাদের ভাবনায় ছিল সিলেট ও গোপালগঞ্জকে হোম ভেন্যু করার কথা। অতীতে সিলেট জেলা স্টেডিয়ামে খেলেছেও তারা। শেষ পর্যন্ত তাদের ভাবনামুক্ত করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সকে লিগে হোম ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রকে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘এখন দেশের সর্বাধুনিক মাঠে ফুটবল লিগ খেলবে আমাদের ক্লাব দলটি। আশা করি, তাদের খেলার মান আরও বাড়বে এবং নতুন সাফল্য উপহার দিয়ে শেখ রাসেল ক্লাবকে তারা নিয়ে যাবে নতুন উচ্চতায়।’ বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ রাসেলের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি দেওয়ায় তার কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে এই মাঠে শেখ রাসেলের প্র্যাকটিস ও খেলা দুই-ই চলবে।’

Source: Desh Rupantor

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.