শেখ রাসেলের জয়ী ৩০ পরিচালক

নির্বাচিত হলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ৩০ জন পরিচালক। শনিবার বসুন্ধরা সিটির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ক্লাবটির বহুল কাক্সিক্ষত নির্বাচন ২০০২১-২৪। শেখ রাসেলের নবনির্বাচিত পরিচালকরা হলেন-সায়েম সোবহান, নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, লিয়াকত আলী খান, মাকসুদুর রহমান, শাহিন আহমেদ, মোহাম্মদ ফুল মিয়া, হাবিবুর রহমান খান, বিএম জাহিদুল হক মিতু, আলিমুজ্জামান আলম, আল মারুফ এনায়েত হোসেন, হেদায়েত উল্লাহ, আসাদুর রহমান খান, এসএম জাহাঙ্গীর, মোহাম্মদ গোলাম, ক্যাপ্টেন নাজমুল হক, রফিকুল আলম, মীর মো. শাহাবুদ্দিন টিপু, মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার লক্ষ্মন কুমার দে, ইসমত জামিল আকন্দ, ফখরুদ্দিন, এসএম হাসান জামান, মো. আবু বকর, সালেহ জামান সেলিম, হামিদুল হক, আবুল কাশেম, খলিলুর রহমান, বেলায়েত হোসেন বেপারি ও আসাদুজ্জামান এসিএস। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট। ৩০ পরিচালক পদে লড়াই করেছেন ৬০ জন। ৯৮ জন ভোটারের মধ্যে ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চারটি ব্যালট বাতিল হয়েছে। বাকি ৮৪টি ভোটই বৈধ ছিল। দেশের অন্যতম শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহী শেখ রাসেল ক্লাবের পরিচালক পদে নির্বাচন করে হেরেছেন।

Source: Jugantor

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.