শেখ রাসেলের খেলোয়াড়দের ১০ লাখ টাকা পুরস্কার দিলেন সায়েম সোবহান আনভীর

স্বাধীনতা কাপে রানার্স আপ হওয়ায় শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়দের ১০ লাখ টাকা পুরস্কার দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। আজ সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর নিজ বাসভবনে দলের কৃতী খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেন।

আগামীতে এই দলের কাছ থেকে চ্যাম্পিয়ন শিরোপা চান শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। সংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘সবাইকে অভিনন্দন, আপনারা ভালো খেলছেন।

দুইবার রানার্স আপ হলাম কিন্তু চ্যাম্পিয়ন কবে হব? আমার দল হবে চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। ’

এবারের স্বাধীনতা কাপে অপরাজিত থেকে ফাইনালে ওঠে শেখ রাসেল। শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে টাইব্রেকারে হেরে রানার্স আপ হয়। তবে টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স করায় প্রশংসা কুড়িয়েছে দলটি। শেখ রাসেল ক্রীড়া চক্রের এই সাফল্যের সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন সায়েম সোবহান আনভীর, ‘দলের সাফল্যের সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ রাসেলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। ’

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালকবৃন্দ, সব খেলোয়াড় ও কোচিং স্টাফ।

Source: kalerkantho

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.