কোটালীপাড়ায় কর্মহীনদের মধ্যে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজি কামাল হোসেন শেখ, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম।

এসময় শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মোহাম্মদ গোলাম, মাকসুদুর রহমান,সদস্য শেখ মিজানুর রহমান। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, সাবেক দপ্তর সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, সহ দপ্তর সম্পাদক রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক নুর আলম হাজরা, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, জাহাঙ্গীর হোসেন খান, সিরাজ সরদার,কবিরুল ইসলাম রুনী, শেখ টুটুল, সুমন হোসেন বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে ছয় হাজার কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও এক হাজার অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগ অফিসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।

Source: Ajkaler Khobor

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.