২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে শুরু নতুন মৌসুম

ঘরোয়া ফুটবলের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আগে ছিল ফেডারেশন কাপ। তবে গেল মৌসুমের মতো এবারও স্বাধীনতা কাপ দিয়েই শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। ঘরোয়া ফুটবলের ২০২৩-২৪ মৌসুম শুরু হচ্ছে স্বাধীনতা কাপ দিয়ে আগামী ২৭ অক্টোবর। আজ সোমবার বাফুফে ভবনে স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত হয়।

ড্র অনুষ্ঠানে গ্রুপিংয়ের চেয়ে ভেন্যু বন্টনেই বেশি সময় লেগেছে। স্বাধীনতা কাপে গ্রুপ পর্বে মোট ১৫ ম্যাচ। সেই ১৫ ম্যাচের ৮টি হবে কিংস অ্যারেনায়। বাকি দুই ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তিনটি আর মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে বাকি চার ম্যাচ।

স্বাধীনতা কাপ চারটি ভেন্যুতে হওয়ার কথা ছিল। তবে কুমিল্লার ভেন্যুতে ক্রিকেট পিচ হওয়ায় সেটি বাদ পড়েছে।

স্বাধীনতা কাপের প্রথম দিনে তিন ভেন্যুতে হবে তিনটি ম্যাচ। স্বাধীনতা কাপে লিগের ১০ দল ও বাছাই থেকে উত্তীর্ণ ৩ দলসহ মোট ১৩ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে।

২৭ অক্টোবর শুরু হওয়া স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব শেষ হবে ৩ নভেম্বর।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে ২ ডিসেম্বর থেকে।

স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ৫ ও রানার্স আপ ৩ লাখ টাকা পাবে।

গ্রুপ এ- বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন।

গ্রুপ বি- ঢাকা আবাহনী, শেখ রাসেল, রহমতগঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী।

গ্রুপ সি- মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিজ, আর্মি ফুটবল দল।

গ্রুপ ডি- বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও নেভী ফুটবল দল।

Source: deshrupantor

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.