১০ জনের শেখ রাসেলকে হারাতে পারেনি আবাহনী

আজ (বৃহস্পতিবার) সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমার্ধের বড় অংশ জুড়ে আবাহনী ভালো খেলার চেষ্টা করেছে। ২১ মিনিটে রাকিব হোসেনের ক্রসে নাবীব নেওয়াজ জীবন বক্সের ভেতর থেকেও লক্ষ্যে শট নিতে পারেননি। চার মিনিট পর রাফায়েল অগাস্তোর পাসে সতীর্থ একজনের বাঁ পায়ের জোরালো শট গোলকিপার প্রতিহত করার পর ক্রসবার হতাশ করে আবাহনী সমর্থকদের।

৩৪ মিনিটে আবাহনীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অগাস্তোর পাসে মেহেদী হাসান রয়েল বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

এক গোলে পিছিয়ে থেকে শেখ রাসেল সমতায় ফেরার চেষ্টা করতে থাকে। ৩৯ মিনিটে ইসমাইল আকিদনাদের ক্রস গোলকিপার সোহেলের হাতে লেগে পোস্ট ছুঁয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে তাদের একটি প্রচেষ্টা গোলকিপার সোহেল এগিয়ে আসলেও পোস্টের বাইরে দিয়ে যায়।

বিরতির পরও শেখ রাসেলের আক্রমণ অব্যাহত থাকে। ৪৬ মিনিটে শেখ রাসেলের ইসমাইর আকিনাদের বক্সের ভেতরে থেকে নেওয়া শট গোলকিপার সোহেল প্রতিহত করেন।

৫১ মিনিটে নাসিরউদ্দিনের হেড বাইরে দিয়ে চলে গেলে সমতায় ফেরা হয়নি।

৮০ মিনিটে শেখ রাসেলের দুর্ভাগ্য। মানিক হোসেন মোল্লা ট্যাকল করতে দিয়ে ফেলে দেন দানিয়েল কলিনদ্রেসকে। রেফারি লাল কার্ড দেখান এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ১০ জন নিয়ে ব্যাকফুটে তখন জুলফিকার মাহমুদ মিন্টুর দল। এই সুযোগে দোরিয়ল্তন-রাফায়েলরা আক্রমণ হেনেও ব্যবধান বাড়াতে পারেনি।

বরং যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে দীপক রায়ের গোলে আবাহনী থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে শেখ রাসেল।

আবাহনী ১৫ ম্যাচে পঞ্চম ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেখ রাসেল সমান ম্যাচে ষষ্ঠ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।

 

Source : banglatribune

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.